কাস্ট অঞ্চল গড়ে ওঠার অনুকূল পরিবেশ বর্ণনা করো।
কাস্ট ভূমিরূপ গঠনে প্রধান শর্ত গুলি হল-
আয়তন:- চুনাপাথর সমৃদ্ধ অঞ্চলটির আয়তন বিশাল হওয়া প্রয়োজন।
শিলার গভীরতা:- চুনাপাথর স্তরের গভীরতা 4000 মিটার এর বেশি হওয়া প্রয়োজন।
উদাহরণ:-জামাইকায় 7000 মিটারের বেশি গভিরতা রয়েছে।
বিশুদ্ধ চুনাপাথরের উপস্থিতি:- ভূবিজ্ঞানীদের মতে অঞ্চলটিতে বিশুদ্ধ CaCo3 থাকা আবশ্যক।
দ্রাব্য শিলার নিচে অদ্রাব্য সিদের উপস্থিতি:- এই অবস্থা থাকলে জলপ্রবাহ কাস্ট ভূমিরূপ গঠনে কার্যকরী ভূমিকা পালন করে।
জলের দ্রাব্যতা:- অঞ্চলটিতে বার্ষিক গড় বৃষ্টিপাত 30 সেমি হওয়া প্রয়োজন।
উচ্চতা:- সমুদ্রপৃষ্ঠ থেকে অধিক উচ্চতা হওয়া দরকার কারণ অল্প হলে সীমায় এ পরিণত হবে।
ভৌম জলের প্রবাহমানতা:-কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য ভৌমজলের প্রবাহমানতা থাকা প্রয়োজন।
উদা :-উপরিউক্ত অনুকূল পরিবেশের জন্য আর্ডিয়াতিক সাগরের তীরবর্তী সিলি কাস্ট ভূমিরূপ গড়ে উঠেছে।
অন্যান্য প্রশ্ন গুলি :